×

সারাদেশ

৫০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ০১:২৪ পিএম

৫০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক

বুধবার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। ছবি: ভোরের কাগজ

৫০০ বোতল ফেন্সিডিলসহ মো. দেলোয়ার হোসেন দুলাল (৫২) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। আটক দুলাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দূর্গাপুর পশ্চিম পাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

জানা যায়, সকাল সোয়া ছয় টার দিকে র‌্যাব -১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে র‌্যাব সদস্যরা টোলপ্লাজার প্রায় ২০০ গজ পূর্ব দিক থেকে ৫০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী দুলালকে আটক করে। এ সময় আলামত হিসাবে র‌্যাব একটি জিপ গাড়িও জব্দ করে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানায়, আটক আসামি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চোরাচালের মাধ্যমে ফেন্সিডিলসহ মাদক দ্রব্য এনে দেশের অভ্যন্তরের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করতো।

তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App