×

আন্তর্জাতিক

সার্কে তালেবানের থাকা নিয়ে ভেস্তে গেল বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৫:০১ পিএম

সার্কে তালেবানের থাকা নিয়ে ভেস্তে গেল বৈঠক
সার্কে তালেবানের থাকা নিয়ে ভেস্তে গেল বৈঠক

সার্কে তালেবান আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবে কি না সে ব্যাপারে দেখা দিয়েছে মতানৈক্য।

সার্কে তালেবানের থাকা নিয়ে ভেস্তে গেল বৈঠক

ফাইল ছবি

তালেবান আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবে কি না সে ব্যাপারে দক্ষিণ এশিয়ার ৮ দেশের জোট সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশনে (সার্ক) মতানৈক্য দেখা দিয়েছে। এর জের ধরে বাতিল করা হয়েছে সার্ক পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করে এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান চাইছে সার্কে তালেবান আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক। কিন্তু এতে আপত্তি তুলেছে ভারত। শেষ পর্যন্ত বনিবনা না হওয়ায় বৈঠক বাতিল করা হয়।

ভারতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বৈঠকের আয়োজক ছিলো নেপাল। সাধারণত প্রতি বছরই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি সার্কের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

[caption id="attachment_308587" align="aligncenter" width="700"] ফাইল ছবি[/caption]

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও এখন পর্যন্ত কোনো দেশ তাদের স্বীকৃতি দেয়নি। তালেবান মন্ত্রিসভার সদস্যদের প্রায় সবাই জাতিসংঘের কালো তালিকায় রয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি।

ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ছাড়াও বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা সার্কের সদস্য দেশ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জোটের বেশিরভাগই চেয়েছিলো এবারের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে আফগানিস্তানের চেয়ার খালি থাকুক। কিন্তু পাকিস্তান এতে রাজি না হওয়ায় বৈঠক বাতিল হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App