×

খেলা

জাতীয় দলে প্রথমবারের মতো বিদেশি ফুটবলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৩:০২ পিএম

জাতীয় দলে প্রথমবারের মতো বিদেশি ফুটবলার

প্রথম কোনো বিদেশীকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করলো বাংলাদেশ।

বাংলাদেশে প্রথমবারের মতো কোনো বিদেশি ফুটবলারকে নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদেশি ফুটবলারের নাম এলিটা কিংসলি। তবে তিনি মাঠে নামবেন কি না সেটি নিশ্চিত হবে এএফসির ছাড়পত্রের ওপর। আপাতত তাকে রাখা হয়েছে অনুশীলন ক্যাম্পে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন নতুন কোচ অস্কার ব্রুজোন। তাঁর দলে সর্বোচ্চ ১০ জন খেলোয়াড় বসুন্ধরা কিংসের। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৫ জন আছেন আবাহনী লিমিটেডের। জানা গেছে, ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা হলেও সাফের চূড়ান্ত দলটি হবে ২৩ সদস্যের।

এলিটা কিংসলিকে রাখা হবে কি না সে ব্যাপারে আগে থেকেই আভাস পাওয়া গিয়েছিলো। কারণ অনেক দিন ধরে তাঁর নাম দলের প্রাথমিক তালিকায় ছিলো। অন্যদিকে দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরেছেন আবহনী লিমিটেডের উইঙ্গার জুয়েল রানা। শুধু সাফ চ্যাম্পিয়নশিপের জন্যই আপাতত দায়িত্ব নিয়েছেন অস্কার ব্রুজোন। বসুন্ধরা কিংসের কোচিং স্টাফ নিয়েই সাজানো হয়েছে ব্রুজোনের জাতীয় ফুটবল দল।

আগামী ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪, ৭ ও ১৩ অক্টোবর যথাক্রমে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ ও নেপাল। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে পয়েন্ট টেবিলের শীর্ষ ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।

২৬ সদস্যের দল

গোলকিপার: আনিসুর রহমান, আশরাফুল ইসলাম ও শহীদুল আলম।

ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান, তারিক রায়হান , রেজাউল করিম , টুটুল হোসেন বাদশা ও মোহাম্মদ আতিকুজ্জামান।

মিডফিল্ডার: বিপলু আহমেদ, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও আতিকুর রহমান ফাহাদ।

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম , জুয়েল রানা ও এলিটা কিংসলি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App