×

জাতীয়

ইভ্যালির পণ্য ও সম্পত্তি বিক্রিতে হাইকোর্টের স্থগিতাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩৫ পিএম

ইভ্যালির পণ্য ও সম্পত্তি বিক্রিতে হাইকোর্টের স্থগিতাদেশ

ফাইল ছবি

ইভ্যালির পণ্য ও সম্পত্তি বিক্রি স্থগিত করার আদেশ দিয়েছেন আদালত। এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে।

মুজাহিদুর রহমান নামের এক গ্রাহক বাদি হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন।

সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী বাদির জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত বাদির নালিশি আবেদনটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য ধানমন্ডি থানাকে নির্দেশ দেন।

আজাদ রহমান জানান, মুজাহিদুর রহমান নামের এক গ্রাহক ৮৫ হাজার টাকা মূল্যের দুই টন এসি ও ২৫ হাজার টাকা মূল্যের কাঠের তৈরি একটি টি টেবিলের ক্রয়াদেশ দেন। গত বছর ১১ জুলাই তিনি টাকা পরিশোধ করেন। পণ্য দুটি ৪৫ দিনের মধ্যে সরবরাহ করার কথা থাকলেও তা করেনি আসামি রাসেল ও তার স্ত্রী শামীমা।

এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তাদের গুলশান থানার মামলায় তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। আদালতের অনুমতি নিয়ে তাঁদের তিন দিন জিজ্ঞাসাবাদ শেষে গতকাল দুপুরে আদালতে হাজির করে পুলিশ।

১৯ সেপ্টেম্বর ইভ্যালির চেয়ারম্যান রাসেল, তার স্ত্রীসহ ২০ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী গ্রাহক কামরুল ইসলাম চোকদার। তিনি ইভ্যালির পণ্য সরবরাহকারী ছিলেন। এর আগে আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মো. রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App