×

জাতীয়

অবশেষে বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৯ পিএম

অবশেষে বিমানবন্দরে করোনা পরীক্ষার মাধ্যমে প্রবাসী শ্রমিকদের সংযুক্ত আরব আমিরাত যাত্রা শুরু হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভ্রাম্যমাণ আরটি-পিসিআর ল্যাব ইউনিট বসিয়ে বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে করোনার নমুনা সংগ্রহের কাজ শুরু হয়।

সন্ধ্যা ৭টায় এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৭) পরীক্ষামূলকভাবে ৫০ জন শ্রমিক আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক উইং কমান্ডার এ এইচ এম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বিমানবন্দরের অভ্যন্তরে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের জন্য কার্যাদেশ পাওয়া ৭ প্রতিষ্ঠানের মধ্যে ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক আপাতত তাদের মোবাইল আরটি-পিসিআর ইউনিট বসিয়ে যাত্রীর নমুনা সংগ্রহ শুরু করেছে। যাত্রার আগেই যাত্রীরা রিপোর্ট হাতে পাবে বলে জানান সংশ্লিষ্টরা। ওই ফ্লাইটের যাত্রীরা সবাই ৪৮ ঘণ্টা আগে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন।

আমিরাতের নিয়ম অনুযায়ী, নেগেটিভ হওয়া ওইসব যাত্রীকে যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে বিমানবন্দর থেকে আরটি-পিসিআর পরীক্ষায় আবারো নেগেটিভ সনদ নিতে হবে। সে দেশের বিমানবন্দরে নামার পরও তাৎক্ষণিকভাবে তাদের করোনার নমুনা পরীক্ষা করা হবে। ওই পরীক্ষায় নেগেটিভ আসলে কেবল তখনই তাদের বিমানবন্দর থেকে বের হতে দেয়া হবে।

বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন নিয়ে এর আগে জটিলতা দেখা দেয়। শাহজালালের কার পার্কিংয়ের ওপর খোলা আকাশের নিচে ল্যাব স্থাপন সম্ভব না হওয়ায় ৭টি প্রতিষ্ঠান কার্যাদেশ পাওয়ার পর পরীক্ষা শুরু করতে পারেনি। এ নিয়ে চরম বিপাকে পড়েন প্রায় ৫০ হাজার প্রবাসী শ্রমিক। যাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৬ সেপ্টেম্বর দ্রুত এই ল্যাব স্থাপনের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন নিয়ে নানা টানাপড়েন চলছিল। সব শেষ গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস বিমানবন্দর পরিদর্শন করেন। সেখানে আরটি-পিসিআর ল্যাব বিমানবন্দরের ভেতরে স্থাপনের নির্দেশনা দেন তিনি। এরপর বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে স্বাস্থ্য অধিদপ্তরের ডেস্কের কাছাকাছি ল্যাব স্থাপনের কাজ শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App