×

শিক্ষা

তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে সপ্তাহে দুদিন ক্লাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৬ পিএম

মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির পর আগামী সপ্তাহ থেকে প্রাথমিকের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুই দিন করে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমে বলেন, আদেশ দিয়ে বিষয়টি জানানো হবে। দুই একদিনের মধ্যেই এসংক্রান্ত নির্দেশনা দেয়া হবে।

এর আগে গত সোমবার থেকে মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির ক্লাস একদিন করে বাড়িয়ে সপ্তাহে দুই দিন করা হয়। দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর ১২ই সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ে এখনও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।

মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির পর আগামী সপ্তাহ থেকে প্রাথমিক স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুই দিন করে হবে। এখন এসব শ্রেণিতে সপ্তাহে এক দিন করে ক্লাস হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App