×

জাতীয়

ইভ্যালির রাসেল-শামীমার ৭ দিনের রিমান্ড আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২১, ০১:৪১ পিএম

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে এবার ধানমন্ডি থানায় দায়ের হওয়া প্রতারণার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ধানমন্ডি থানা পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে এ রিমান্ড চেয়েছেন বলে ভোরের কাগজকে জানিয়েছেন আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা।

তিনি বলেন, ধানমন্ডি থানায় ইভ্যালির এমডি ও চেয়ারম্যানের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটায় ৭ দিনের রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা। কোন আদালতে শুনানি হবে তা এখনো ঠিক হয়নি।

এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মো. রাসেল ও তার স্ত্রী শামীমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। ওই রিমান্ড সোমবার (২০ সেপ্টেম্বর) শেষ হয়েছে। আজ তাদেরকে এ তিন দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে তাদের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App