×

সারাদেশ

হাতিয়ায় ৫ ইউপি চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:২২ এএম

হাতিয়ায় ৫ ইউপি চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

নোয়াখালীর একটি কেন্দ্রে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। ছবি: ভোরের কাগজ

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখলসহ নানা অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট বর্জন করেছেন পাঁচ চেয়ারম্যান প্রার্থী। ভোট শুরুর ঘণ্টাখানেক পর নিজ নিজ এলাকা থেকে সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।

ভোট বর্জনকারীরা হলেন, ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল, ১০ নম্বর জাহাজমারা ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী এটিএম সিরাজ উদ্দিন, ৫ নম্বর চরইশ্বর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবদুল হালিম আজাদ, ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মালয়েশিয়া এবং ১১ নম্বর নিঝুম দ্বীপ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মেহেরাজ উদ্দিন। স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।

এই উপজেলায় সাতটি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হয় সকাল ৮টায়। এর মধ্যে পাঁচটিতে প্রার্থীরা ভোট বর্জন করায় সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জয় প্রায় নিশ্চিতই। এখন কেবল দুইটি ইউনিয়ন পরিষদে লড়াই চলছে।

হাতিয়ার পাশাপাশি ইউপি নির্বাচনের ভোট হচ্ছে সুবর্ণচরেও। সেখানে ছয়টি ইউনিয়ন পরিষদে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটার উপস্থিতি হাতিয়ার চেয়ে সুবর্ণচরেই বেশি দেখা গেছে।

এছাড়া কবিরহাট পৌরসভাতেও চলছে ভোট। তবে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জহিরুল হক রায়হান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় সেখানে কাউন্সিল পদের জন্য ভোট হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App