×

সারাদেশ

শিবালয়ে বাঁধ ও ভেসাল অপসারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০২:৪১ পিএম

শিবালয়ে বাঁধ ও ভেসাল অপসারণ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মহাদেবপুর থেকে টেপড়া পর্যন্ত সব অবৈধ বাঁধ ও ভেসাল উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) শিবালয় উপজেলা মৎস্য দপ্তর বাঁধ ও ভেসালগুলো ধ্বংস করে দেয়। শিবালয় উপজেলা মৎস্য দপ্তর জানায়, চলতি বর্ষা মৌসুমে ইছামতি, খিড়াই ও কান্তাবতী নদীসহ উপজেলার বিভিন্ন উন্মুক্ত স্থানে বাঁশ ও জাল দিয়ে বাঁধ দিয়ে মাছ নিধন করা হচ্ছিলো। স্থানীয় সূত্রে এমন খবর পেয়ে অভিযান শুরু করা হয়। অভিযানটি পরিচালনা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল আলম। তিনি বলেন, মাছ শিকারের অবৈধ উপকরণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আমরা কাউকে ছাড় দেবো না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App