×

জাতীয়

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৭৫ জন হাসপাতালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৪ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৭৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশু ও যুবকরাই বেশি। তবে গত এক দিনে এইডিস মশাবাহিত এ রোগে কারও মৃত্যুর খবর আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২১১ জন ডেঙ্গু রোগী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে আরও ৬৪ জন। গত এক দিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের এবং ১০ বছরের কম বয়সী রোগীর সংখ্যা ছিল বেশি।

আক্রান্ত ২৭৫ জনের মধ্যে ২৩ দশমিক ৩ শতাংশের বয়স ০ থেকে ১০ বছরের মধ্যে, ১৭ দশমিক ৮ শতাংশের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে, ২৩ দশমিক ৩ শতাংশের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ১৫ দশমিক ৩ শতাংশের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ৯ দশমিক ৮ শতাংশের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App