×

খেলা

আফগানিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ১০:২৬ পিএম

আফগানিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

ফাইল ছবি

ক্ষমতায় এসে আফগানিস্তানকে নতুন রূপে সাজাচ্ছে তালেবানরা। পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র তৈরির প্রয়াসে এবার আইপিএল নিষিদ্ধ করলো দেশটির সদ্য ক্ষমতায় আসা সরকার। মূলত চিয়ার লিডার্সদের নাচ এবং খোলা চুলের নারীদের উপস্থিতির কারণেই আফগানিস্তানে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তালেবানরা।

এমনটাই নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মিডিয়া ম্যানেজার ইব্রাহিম মোমান্দ। একটি টুইটার পোস্টে লিখেছেন, 'আফগানিস্তানের জাতীয় রেডিও টেলিভিশনে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা হলো। এখানে ইসলাম বিরোধী নানা বিষয়, যেমন মেয়েদের নৃত্য এবং খোলা চুলে মেয়েদের উপস্থিতি প্রদর্শন করা হচ্ছে।'

ম্যাচ চলাকালীন চিয়ারলিডারদের নৃত্যের কারণেই আইপিএল সম্প্রচার বন্ধ করলো আফগানিস্তান সরকার এই নিষেধাজ্ঞা আফগান দর্শকদের জন্য বড় ধাক্কা, বিশেষ করে এই লিগে খেলবেন রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব উর রহমানের মতো আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা।

এর আগে আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করেছে তালেবান সরকার। তার প্রতিক্রিয়ায় আফগানদের সঙ্গে টেস্ট সিরিজ বাতিলের হুঁশিয়ারি দিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App