×

জাতীয়

বেতন না পাওয়ার অভিযোগ রেলওয়ে গেটকিপারদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:২২ পিএম

বেতন না পাওয়ার অভিযোগ রেলওয়ে গেটকিপারদের

বেতনের দাবিতে আন্দোলন করছেন রেলওয়ে গেটকিপাররা

বেতন না পাওয়ার অভিযোগ করেছেন রেলওয়ে গেটকিপাররা। রবিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে মান-উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কর্মরত প্রায় ১৯০০ গেটকিপার ৪ মাস বেতন না পাওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন। বেলা ১১টার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বেতন পাওয়ার দাবি সংবলিত স্মারকলিপি রেলমন্ত্রী বরাবর পেশ করেন ওই সংগঠনের নেতারা। ২০১৮ সালে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। মানববন্ধনে সংগঠনটির নেতারা দাবি করেন, চুক্তিভিত্তিক নিয়োগের পরেও তাদের বেতন দেওয়া হতো না। এ অবস্থায় দেশব্যাপী কর্মরত এই গেটকিপারদের চাকরি রাজস্বকরণসহ বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে মান-উন্নয়ন শীর্ষক প্রকল্পের গেটকিপার পূর্ব-পশ্চিম ঐক্য সমন্বয় পরিষদ। মানববন্ধনে অংশ নেওয়া গেটকিপার সুজন বলেন, ‘আমাদের ২০১৮ সালে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সেই থেকে আমরা জনগণের জানমালের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছি। এরপরেও প্রতি ২-৩ মাসে আমাদের এক মাসের বেতন দেওয়া হতো, কখনো নিয়মিত বেতন পাইনি। এর মধ্যে গত চারমাস ধরে আমাদের বেতন বন্ধ হয়ে আছে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও আমাদের চাকরি রাজস্বকরণ করা হয়নি। যেসব আমলারা এই নির্দেশনা বাস্তবায়ন করছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানান তিনি।’ মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ‘আমাদের চাকরি রাজস্বকরণসহ শিগগিরই বকেয়া বেতন দিয়ে দিতে হবে। অন্যথায় সারাদেশে যার যার অবস্থান থেকে আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দেন তারা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App