×

বিনোদন

বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে জেমস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৭ পিএম

বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে জেমস

আজ রবিবার আদালতে যাওয়ার পথে জেমস। ছবি: ভোরের কাগজ

বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে জেমস
বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে জেমস

মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের করতে এসেছেন বাংলাদেশের নগর বাউল খ্যাত গায়ক জেমস। রবিবার (১৯ সেপ্টম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে কপিরাইটের এ মামলাটি গ্রহণ করতে আবেদন করেন তিনি।

এ সময় বিচারক তাকে সংশ্লিষ্ট গুলশান থানায় গিয়ে মামলা দায়ের করার পরামর্শ দেন। থানা মামলা না নিলে আদালতে আসতে বলেন। তিনি দুপুর ১টায় আদালত চত্ত্বর ছেড়ে যান।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল বলেন, জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন। বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। এছাড়া থানায় যদি মামলা না নেয় তাহলে আদালতে এসে মামলার আবেদন করতে বলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App