×

জাতীয়

বাংলাদেশের নাগরিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ জাতিসংঘের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৭ পিএম

বাংলাদেশের নাগরিকদের স্বাধীনতা খর্ব হওয়ার লক্ষণ, ক্রমবর্ধমান বৈষম্য এবং নারীর প্রতি সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। রবিবার (১৯ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে কূটনৈতিক প্রতিবেদক সমিতি আয়োজিত ডিক্যাব টকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো এ কথা জানান।

তিনি বলেন, `বিশ্বব্যাপী নাগরিক স্বাধীনতা খর্ব হওয়া একটি বড় উদ্বেগ। কিন্তু, গণতন্ত্রের ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী একটি দেশের জন্য এটি ভালো কিছু নয়।'

জাতিসংঘের সুপারিশ অনুযায়ী, ডিজিটাল নিরাপত্তা আইনের পর্যালোচনা পরিস্থিতি উন্নয়নে সাহায্য করতে পারে বলে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেন, ‘কোভিড-১৯ মহামারি বৈষম্য, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন ও জেন্ডার বৈষম্যের চ্যালেঞ্জকে বাড়িয়ে তুলেছে। বাংলাদেশ যখন এলডিসি মর্যাদা লাভ করবে, তখন সুযোগ থাকবে। কিন্তু, বৈষম্যের চ্যালেঞ্জেরও মুখোমুখি হতে হবে। এ চ্যালেঞ্জ খুব কার্যকরভাবে মোকাবিলা করা প্রয়োজন।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App