×

পুরনো খবর

জামিন পেলেন মোদিবিরোধী আন্দোলনকারী ছাত্র অধিকারের ২০ নেতাকর্মী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪২ পিএম

জামিন পেলেন মোদিবিরোধী আন্দোলনকারী ছাত্র অধিকারের ২০ নেতাকর্মী

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে মোদিবিরোধী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ছাত্র অধিকার পরিষদের ২০ নেতাকর্মীকে মতিঝিল থানায় দায়ের করা মামলা থেকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে এ জামিন নামঞ্জুর করেন।

জামিন পাওয়া আসামিরা হলেন- মো. ইউনুস, নাজমুল হাসান, নাহিদুল তারেক, মো. নাইম, আসাদুজ্জামান, আজহারুল ইসলাম, সোহেল মৃধা, মোস্তাক আহমেদ, আজিম হোসেন, মো. রুহুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মাহমুদ জিশান, মো. সোহেল আহমদ, শেখ খায়রুল কবির, সবুজ হোসেন, হোলাম তানভীর, মো. হেমায়েত, ইসমাইল হোসেন, মো. রেজাউল করিম, মুনতাজুল ইসলাম ও কাজী বাহাউদ্দীন মনির।

আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোদিবিরোধী আন্দোলনের সময় তাদের গ্রেফতার করা হয়। আমাদের আবেদনের প্রেক্ষিতে ১৭৩ দিন পর আজ তাদের জামিনের আদেশ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App