×

চিত্র বিচিত্র

গাজীপুরে ১০০ বছরের পুরনো গুপ্তধন উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০১:০৭ পিএম

গাজীপুরে ১০০ বছরের পুরনো গুপ্তধন উদ্ধার

১০০ বছরের পুরনো গুপ্তধন।

গাজীপুরের জয়দেবপুর উপজেলায় একটি বাড়ির উঠান থেকে ১০০ বছরের পুরনো গুপ্তধন উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের দিগধা গ্রামে দিগেন মল্লিকের বাড়ির উঠানে এক শ্রমিক গুপ্তধনের খোঁজ পান।

জানা গেছে, দুপুরে দিগেন মল্লিকের বাড়ির উঠানের মাটি কাটতে গিয়ে উদ্রিস গুপ্তধনের খোঁজ পান। পরে এ খবর জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ এসে ৩০ ভরি ওজনের ৩০টি রূপার মুদ্রা উদ্ধার করে। জয়দেবপুর থানার বাড়িয়ার আমতলী ফাঁড়ির এসআই আশরাফ বলেছেন, সেগুলো ইতোমধ্যেই থানায় নেওয়া হয়েছে।

অনুমান করা হচ্ছে, রূপার মুদ্রাগুলো শতবর্ষী। কেননা ওই মুদ্রাগুলোতে খোদাই করে লেখা আছে- ইন্ডিয়ান ওয়ান রুপি ১৯০৭, ১৯১২, ১৯১৪, ১৯১৬। এর মধ্য দিয়েই স্থানীয়রা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন।

রোববার সকালে বাড়িয়ার আমতলী থানার এসআই আশরাফ বলেন, শতবর্ষী রূপার মুদ্রাগুলো গাজীপুর আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App