×

আন্তর্জাতিক

রাজস্থানে বাল্যবিয়েকে আইনি বৈধতা, বিধানসভায় বিল পাস!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০২:১৯ পিএম

রাজস্থানে বাল্যবিয়েকে আইনি বৈধতা, বিধানসভায় বিল পাস!

প্রতীকি ছবি

ভারতের রাজস্থান সরকার শিশু বিবাহ নথিভুক্তিকরণ (সংশোধনী) বিল পাস করেছে। বিল অনুযায়ী কোনো নাবালিকার বিয়ের ৩০ দিনের মধ্যে মা-বাবা কিংবা অভিভাবককে বিবাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি সরকারের কাছে জমা দিতে হবে।

বিলটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির সাংসদরা প্রশ্ন তুলছেন, তবে কী রাজস্থানের অশোক গেহলত সরকার বাল্যবিবাহকে আইনগতভাবে বৈধ করছে? খবর আনন্দবাজার পত্রিকার।

এদিকে, রাজস্থানে শিশু বিবাহ নথিভুক্তিকরণ বিল পাসের প্রতিক্রিয়া হিসেবে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ওয়াকআউট করেছে। এ সময় বিজেপি সাংসদরা বিল পাসের দিনকে ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছে।

তবে রাজস্থান সরকারের দাবি, সুপ্রিম কোর্টের একটি রায়ের জের ধরেই আইন সংশোধন করেছে তারা।

ভারতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এএনআইকে বিজেপির বিধায়ক অশোক লাহোটি বলেন, ‘বিলটি পাসের মধ্য দিয়ে বিধানসভা আমাদের বাল্যবিবাহে সম্মতি দেওয়ার অনুমতি দিচ্ছে। হাত তুলে বিলের সমর্থনে দাঁড়ানোর অর্থ হলো বাল্যবিবাহে সমর্থন দেওয়া। এটি বিধানসভার ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে।’

বিজেপির যুক্তি মেনে নেয়নি রাজস্থানের কংগ্রেস সরকার। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সরকারের একজন মন্ত্রী বলেন, বিজেপি মনে করছে বিলের মাধ্যমে বাল্যবিবাহকে সম্মতি দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে বিলের কোথাও এমন কথা লেখা নেই। বিলে বলা হয়েছে, নাবালিকার বিয়ের ৩০ দিনের মধ্যে মা-বাবা কিংবা অভিভাবককে নথি জমা দিতে হবে। এটি না থাকলে বিধবাদের জন্য যেসব সরকারি প্রকল্প রয়েছে, সেগুলো থেকে বহু মানুষকে বঞ্চিত থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App