×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৬৫ উর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৫০ এএম

যুক্তরাষ্ট্রে ৬৫ উর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন

ছবি: আল জাজিরা

চলমান করোনা মহামারিতে ৬৫ উর্ধ্ব বয়সী এবং বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন এমন ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফডিএ)।

তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গণহারে বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি শুক্রবার প্রত্যাখ্যান করেছে এফডিএর উপদেষ্টা পরিষদ।

ফাইজার-বায়োএনটেক গণহারে বুস্টার ডোজের ব্যাপারে অনুমোদন পাওয়ার আবেদন করলেও এফডিএর বিশেষজ্ঞরা মত দিয়েছেন, কেবল ৬৫ বছরের উপরে এবং উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদেরই বুস্টার ডোজ দেওয়া উচিত।

এর আগে, মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজারের করোনা টিকা প্রয়োগের ছাড়পত্র দেওয়া হয়। এতদিন পর্যন্ত কেবলমাত্র ১৬ বছরের উর্ধ্বেই এই টিকা প্রয়োগ করা হত।

প্রাইমারি ও বুস্টার, দুটি ডোজের মাধ্যমে এই করোনা টিকা প্রয়োগ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App