×

পুরনো খবর

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৯ পিএম

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

বাড়ির গাছের শাক এবং লঙ্কা দিয়েই রান্না হয়, জানালেন মিথিলা।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

কখনও কখনও পড়াশোনা নিয়েও কথা বলছেন মিথিলা।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

অসাধারণ অভিনয়ের জন্য তিনি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

আমার গল্পে তুমি, দেনমোহর, এক্স-ফ্যাক্টর। এ প্রত্যেক নাটকেই তিনি ভালো এবং দর্শকের কাছে প্রিয় হয়েছেন।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

তিনি বাংলাদেশের প্রথম সারীর অভিনেত্রী যার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে অসংখ্য ফলোয়ার রয়েছে।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

সৃজিত, আয়রা, মিথিলা এবং তাঁদের সংসারের ঝলক।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

লঙ্কা গাছ, শাক গাছের সঙ্গে বিভিন্ন রং বেরঙের ফুল গাছও বড় করা হচ্ছে ছাদে।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

মিথিলার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

মিথিলা পারদর্শিতার স্মৃতিস্বরূপ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

নেটের কালো শা়ড়িটি মিথিলার নিজের আলমারি থেকে বার করা।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

সন্দীপের সংগ্রহ থেকে এসেছিল সাদা শার্ট, হট প্যান্ট, ডেনিম বিকিনি টপ।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা
গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

পুজো মানেই নিজেকে নতুন ভাবে সাজানো। সাজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার এর চেয়ে ভাল সময় আর কী হতে পারে? যাঁরা সোজগোজ পছন্দ করেন, সেই তালিকায় রয়েছেন রাফিয়াত রাশিদ মিথিলাও।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

বাঙালি শাড়ির বদলে অন্য ‘লুক’-এ ধরা দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

কেবল তো অভিনেত্রী নন তিনি। একাধারে শিক্ষিকা, সমাজসেবী, অভিনেত্রী, মা, স্ত্রী। তার নানা রূপ ধরা পড়ল ফোটোশ্যুটে।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

কখনও মা হিসেবে তাঁর কন্যার দুপুরবেলার খাওয়ার খোঁজ নিচ্ছেন, কখনও বা ক্যামেরার সামনে মোহময়ী।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

মেরুন রঙের ড্রেপ রেড কার্পেট গাউন এবং ধূসর-নীল নেটের শাড়ির সৌজন্যে ‘ইউভ ইন্ডিয়া’।

গাউনে বদলে গেলেন চেনা মিথিলা
গাউনে বদলে গেলেন চেনা মিথিলা

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা

[gallery columns="1" link="file" size="full" ids="307910,307911,307912,307913,307899,307903,307904,307898,307914,307907,307908,307906,307900,307901,307905,307902"]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App