×

জাতীয়

১৩০ কোটি ডলারের সফটওয়্যার রপ্তানি করেছে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০২:২২ পিএম

১৩০ কোটি ডলারের সফটওয়্যার রপ্তানি করেছে বাংলাদেশ

সৈয়দ আলমাস কবীর।

২০২০-২১ অর্থবছরে ১৩০ কোটি ডলারের (১.৩ বিলিয়ন ডলার) সফটওয়্যার ও সেবাপণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যদিও টার্গেট ছিল ১৫০ কোটি ডলারের।

সেবাপণ্যের নির্মাতাদের সংগঠন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের টার্গেট ২০২৫ সালের মধ্যে সফটওয়্যার রপ্তানি ৫ মিলিয়ন ডলারে উন্নীত করা। ১.৫ বিলিয়ন ডলারের রপ্তানি হলে আমরা টার্গেটের মধ্যেই থাকতাম।

করোনাকালের মধ্যেও টার্গেটের কাছাকাছি যাওয়া কীভাবে সম্ভব হলো জানতে চাইলে বেসিস সভাপতি বলেন, আসলে আমরা নতুন কিছু দেশ পেয়েছি সফটওয়্যার রপ্তানির জন্য। মূলত সেসব দেশে রপ্তানির জন্য টার্গেট প্রায় ধরে রাখা সম্ভব হয়েছে। করোনার শুরুতে ৬ মাসের মতো সফটওয়্যার রপ্তানি প্রায় বন্ধ ছিল। পরে আবার শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App