×

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে ২০ অক্টোবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০১:১৮ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আগামী ২০ অক্টোবর থেকে খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকেলে সিন্ডিকেটের ৫৩৪তম এক্সট্রা অর্ডিনারি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সমকালকে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, সিন্ডিকেট বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আজ আলোচনা হয়েছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সিন্ডিকেট সদস্যরাও এ বিষয়ে খুব আন্তরিক। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ হাজার টিকার জন্য আবেদন করেছি। টিকাগুলো পাওয়ার উপর নির্ভর করবে খোলা সম্ভব হবে কিনা।

তিনি আরও বলেন, যদি আমরা প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত প্রথম ডোজের টিকা নিশ্চিত করতে পারি তাহলে বিশ্ববিদ্যালয় এবং হল একইসঙ্গে খোলা হবে। সেই হিসেবেই আমাদের পরিকল্পনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App