×

মুক্তচিন্তা

স্বাস্থ্যবিধি পালন একটি পারস্পরিক দায়িত্ব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৪ এএম

স্বাস্থ্যবিধি পালন একটি পারস্পরিক দায়িত্ব
দীর্ঘ দেড় বছর, দিনের হিসেবে যা ৫৪৩ দিন পর শিক্ষাপ্রতিষ্ঠানের কপাট খুলেছে। এ যেন এক মহাখুশির দিন। কেমন যেন ঈদ-ঈদ ভাব। ছাত্র-শিক্ষক-অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর যেন এক মহোৎসবের দিন। এই দেড় বছর ছিল দুর্ভাগ্যক্রমে এখনো যা চলমান- এক অভূতপূর্ব অদৃষ্টপূর্ব বিপর্যয়ের ফল। এই অনাকাক্সিক্ষত অথচ দুর্লঙ্ঘ্য মহামারি আমাদের আর্থ-সামাজিক ক্ষেত্রে যে বিরাট ক্ষতি সাধন করেছে, তার প্রত্যক্ষ প্রভাব লক্ষ করা যায় শিক্ষাক্ষেত্রে। জাতি গড়ার এই খাতে অতিমারি করোনা যে আঘাত হেনেছে, তা পুষিয়ে ওঠা সত্যিই কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ ব্যাপার। তবে আশার কথা এটাই যে, দীর্ঘ সময় পর হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার মতো অবস্থায় আসা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া আমাদের জন্য যেমন অপরিহার্য ছিল, তেমনি এর ঝুঁকিও কম নয়। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এতদিন আবদ্ধ জীবনের পরে মুক্ত হয়ে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে, এজন্য তাদের মধ্যে কিছুটা উৎসাহ-উদ্দীপনা থাকবে। তারা বন্ধু-বন্ধবের সঙ্গে প্রাণ খুলে হাসবে, খেলবে, মেলামেশা করবে- এটাই স্বাভাবিক। কিন্তু এই হাসা, খেলা, মেলামেশার মধ্যে যদি কোনো শারীরিক দূরত্ব না থাকে, যদি যথাযথ স্বাস্থ্যবিধি মানা না হয়, তবে বিপত্তি দেখা দিতে পারে। করোনা নিয়ন্ত্রণে আসার কারণেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়েছে। কিন্তু একটু অসতর্কতা, অসচেতনতা বা অবহেলার কারণে তা আবার বেড়ে যেতে পারে। যেহেতু শহর কিংবা গ্রামের অধিকাংশ পরিবারেই এক বা একাধিক শিক্ষার্থী আছে, তাই শিক্ষার্থীদের কেউ আক্রান্ত হলে, আক্রান্ত হবে তার পুরো পরিবার। এভাবে করোনার উল্লম্ফন হতে পারে আবারো। এজন্য স্কুল খোলার আনন্দের আতিশয্য যাতে ভয়াবহ রূপ না নেয়, সেজন্য স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। তবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি একপক্ষীয় বিষয় নয়। এটি অংশীদারিত্বমূলক বা পারস্পরিক বিষয়। এখানে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, প্রশাসন প্রভৃতি সবার সমান দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব যে অপেক্ষাকৃত বেশি তা বলার অপেক্ষা রাখে না। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের পূর্বে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার ব্যবস্থা, শরীরের তাপমাত্রা পরিমাপসহ মাস্ক পরতে বাধ্য করতে হবে। প্রয়োজনে ফ্রি মাস্ক বিতরণের ব্যবস্থা করতে হবে। ছেলেমেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে এসে সাধারণত হৈ-হুল্লোড়, খেলাধুলা, লাফালাফি করে। কিন্তু এগুলো যাতে করতে না পারে সেজন্য ‘পর্যবেক্ষক টিম’ দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধান করতে হবে। প্রত্যেক অভিভাবকের উচিত সন্তান যাতে মাস্ক পরিধান করে ও সামাজিক দূরত্ব মেনে চলে সে ব্যাপারে প্রশিক্ষণ দেয়া। কোভিড-১৯ যেহেতু পারস্পরিক সংস্পর্শের মাধ্যমে ছড়ায়, এজন্য শুধু কারো একার পক্ষে এটি নির্মূল করা সম্ভব নয়; এজন্য দরকার সবার পারস্পরিক দায়িত্ববোধের। আরেকটি বিষয় স্মরণীয় যে, বর্তমান করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলেছে। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন অব্যবহার্য ছিল, এজন্য সেগুলো ভালো করে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। প্রতিষ্ঠানের আঙিনায় যাতে কোনো ধরনের পানি জমে না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাই তাদের বয়সোচিত নাজুক মনের কথা মাথায় রেখে এ কাজে সাবধানতা, সংবেদনশীলতা ও নিরাপত্তা প্রদান করা অতি জরুরি। মনিরুল হক রনি প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App