×

সারাদেশ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:১০ পিএম

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

বজ্রপাত। ফাইল ছবি

রাজশাহীর দুর্গাপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জালেক আলী (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আঙড়ার বিলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মকসেদ আলী নামে এক ব্যক্তির পুকুরে মাছ ধরতে যায় জেলেদের ১০-১২ জনের একটি দল। সেখানে জালেক আলীও ছিলেন। এসময় আকাশে মেঘ ওঠে এবং বজ্রপাত হলে পুকুরপাড়েই মারা যান তিনি। তবে অন্য জেলেরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

পরে খবর পেয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং নিহত জেলের পরিবারকে নগদ ২০ হাজার টাকা অর্থিক সহায়তা প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও সোহেল রানা বলেন, বজ্রপাতে জেলের নিহত হওয়ার খবর পেয়ে তার বাসায় ছুটে যায় এবং পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করি। তবে বৃষ্টির সময় মাঠেঘাটে কাজ করার ক্ষেত্রে সচেতন হতে হবে সকলকে। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে বাসায় চলে আসতে হবে। তবুও জীবনের ঝুঁকি নেয়া যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App