×

জাতীয়

ভারত-বাংলাদেশ শিক্ষা বিনিময় আরো প্রসারিত হওয়া দরকার: শিক্ষা উপমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫২ পিএম

ভারত-বাংলাদেশ শিক্ষা বিনিময় আরো প্রসারিত হওয়া দরকার: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ছবি: ভোরের কাগজ

আইটেকে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার: ভারতীয় হাই কমিশনার

ভারতীয় কারিগরি এবং অর্থনৈতিক সহযোগিতা (আইটেক) দিবস উদযাপন উপলক্ষে ঢাকার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) যে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে তাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ভারত থেকে যে যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা শিখে এসেছেন সেগুলো আমাদের দেশে কাজে লাগাচ্ছেন। আমি মনে করি ভারত-বাংলাদেশ এই দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, রক্তের বন্ধন রয়েছে। ১৯৭১ সালে তা প্রমাণ করেছি। সেই রক্তের বন্ধনের সুবাদে আমরা আমাদের ভবিষ্যৎ আরো সমৃদ্ধ করব। আগামীতে ভারত-বাংলাদেশ মিলে শিক্ষাও আদান প্রদান করতে পারে। বিশেষ করে দক্ষতা শিক্ষা। তিনি বলেন, তাদের যে দক্ষতা অভিজ্ঞতা এবং আমাদের যে দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে সেগুলো বিনিময় করে সমৃদ্ধির পথ তৈরি করতে পারি। এই কোভিডেও দেখেছি কিভাবে আমরা একে অপরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিলাম। যে যোগাযোগ সৃষ্টি হয়েছে সেটা ব্যবহার করে ভারত থেকে অক্সিজেন থেকে শুরু করে কত দ্রুত আমাদের সুবিধাগুলো নিশ্চিত করতে পেরেছিলাম। আগে বিদ্যালয় পর্যায়ের শিক্ষার জন্য অনেকসময় ভারতে যেতেন, উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন। আমি মনে করি এই বিস্তৃতিটা আরো বেশি প্রসারিত করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি তার বক্তৃতায় ভারত-বাংলাদেশের বন্ধন, সহযোগিতার ক্ষেত্র-এসব নিয়ে বলেছেন। তিনি বলেছেন, ১৯৬৪ সালে ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা কৌশল কাঠামোর আওতায় ভারতের উন্নয়ন সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে আইটেক কর্মসূচি প্রচলিত হয় যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ভারতের উন্নয়ন অভিজ্ঞতা ও উপযুক্ত প্রযুক্তিগত সুবিধা দেয়া হয়। প্রতি বছর হিসাব, নিরীক্ষা, ব্যবস্থাপনা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, গ্রামীণ উন্নয়ন, সংসদীয় বিষয়াবলীর মত বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কোর্সের জন্য ১৬১টি সহযোগী দেশে ১০ হাজারের বেশি প্রশিক্ষণ পর্বের আয়োজন করা হয়। আইটেক সহযোগিতায় বাংলাদেশ আমাদের প্রধানতম এবং গুরুত্বপূর্ণ অংশীদার। গত বছর কোভিড-১৯ মহামারীর কারণে ই-আইটেকের অধীনে বেশ কয়েকটি ভার্চুয়াল কোর্সের আয়োজন করা হয়েছিল। এসব কোর্সের মধ্যে ছিল প্রথম সারির বিভিন্ন ভারতীয় ইনস্টিটিউটে নারীকেন্দ্রিক প্রোগ্রাম, কোভিড ব্যবস্থাপনা, সুশাসন অনুশীলন, ডেটা অ্যানালিটিক্স, দূর অনুধাবন, অ্যাডাল্ট হেপাটোলজি ইত্যাদি বিষয়ক কোর্স।

সংশ্লিষ্টরা বলেছেন, ২০০৭ সাল থেকে আইটেক কর্মসূচির অধীনে চার হাজারের বেশি বাংলাদেশী তরুণ পেশাজীবী ভারতে এ ধরনের বিশেষায়িত স্বল্প ও মধ্যমেয়াদী কোর্স শেষ করেছে। এই প্রশিক্ষণ কর্মসূচিগুলোর মাধ্যমে বাংলাদেশের মেধাবীদের সঙ্গে ভারতের সেরা বিষয়গুলো ভাগ করে নেয়ার সুযোগ পাই। যার ফলে, আমরাও এদেশের উন্নয়ন অভিজ্ঞতা থেকে সমানভাবে উপকৃত হই বিশেষ করে যা অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই অভূতপূর্ব অগ্রগতি সাধন করছে। অনুষ্ঠানে প্রায় ১০০ জন প্রাক্তন আইটেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। চলমান মহামারী বিধিনিষেধ বিবেচনায় সীমিত পরিসরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App