×

মুক্তচিন্তা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্ন-মধ্যবিত্ত নাভিশ্বাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৩ এএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্ন-মধ্যবিত্ত নাভিশ্বাস
পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে খাদ্য অন্যতম। বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নিজেদের জন্য খাদ্যের জোগান দেয়া কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেকে পেটপুরে খাওয়া তো দূরের কথা, একবেলার আহার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। নিম্নবিত্ত মানুষের ঘরে চাল থাকলেও অন্য প্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ্য নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিস জোগাড় করতে পারছে না। ব্যাপারটা এমন হচ্ছে ‘নুন আনতে পান্তা ফুরায়’। তাছাড়া এসব পরিবারের ছোট সদস্যদের উঠতি বয়সে পুষ্টিকর খাদ্যের চাহিদা মেটানো তাদের জন্য এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এভাবেই অনেক শিশু পুষ্টিহীনতার শিকার হচ্ছে। বিবিএস জরিপ-২০১৯ বলেছে, দেশের মহানগরগুলোতে ৮ দশমিক ২২ শতাংশ পরিবারের কোনো না কোনো সদস্যকে খাবার না থাকায় ক্ষুধার্ত অবস্থাতেই রাত কাটাতে হচ্ছে। সাধারণ সব জিনিসের দাম বাড়ার ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো অসহায়ভাবে দিন কাটাচ্ছে। করোনার কারণে কর্মহীন মানুষের আয় কমে গেছে। পরিবারগুলো দরিদ্রতায় দিন কাটছে সেই সঙ্গে বাড়ছে আত্মহত্যা। সাধারণ মানুষের কথা ভেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টা সরকারের বিবেচনা করা উচিত এবং এ খাতে ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা উঠিত। সুমাইয়া তামান্না মীম শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App