×

সারাদেশ

শ্রেণিকক্ষে ঝুলছিল প্রধান শিক্ষকের মরদেহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৩ পিএম

শ্রেণিকক্ষে ঝুলছিল প্রধান শিক্ষকের মরদেহ

স্কুলের ক্লাসরুমে ঝুলছিল প্রধান শিক্ষকের মরদেহ। ছবি: ভোরের কাগজ।

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টম্বর) সকাল ১১ টার দিকে ওই স্কুলের শ্রেণিকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিক্ষক নজুরুল ইসলাম ওই গ্রামের সালাউদ্দিন মাস্টারের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, সকালে শিক্ষক শিক্ষার্থীরা স্কুলে এসে একটি শ্রেণিকক্ষে প্রধান শিক্ষক নজুরুল ইসলামের মরদেহ রশিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ভেতর থেকে ঐ কক্ষের দরজা বন্ধ ছিল। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

এদিকে নজরুলের বড় ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তার ভাই। তার মুঠোফোনও বন্ধ ছিল। পারিবারিক কোনো কলহ বা বিরোধ ছিল না নজরুলের। কেন আত্মহত্যা করেছেন তা তিনি জানেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App