নন্দিত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী এরইমধ্যে নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘তোমার দু’চোখ চেয়ে’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন রাজীব ভৌমিক। কম্পোজিশন করেছেন তানিম আহমেদ। এরইমধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের জন্য গানটির মিউজিক ভিডিওর কাজ শিগগিরই সম্পন্ন হবে।
ফাহমিদা নবী বলেন, ‘গানটির মধ্যে আশির দশকের সিনেমার গানের একটা আবহ আছে। গানের কথা, সুর এবং সর্বোপরি সঙ্গীতায়োজন আমার কাছে সত্যিই ভীষণ ভালো লেগেছে। আশা করা যায় গানটি শ্রোতারা পছন্দ করবেন।’
এদিকে ফাহমিদা নবী এরইমধ্যে চ্যানেলে আইতে শুরু হওয়া ‘চ্যানেল আই দ্যা পিয়ানো লাউঞ্জ’এ সঙ্গীত পরিবেশন করেছেন। ফাহমিদা নবীর পর্বটি প্রচারিত হয়েছে গত ৯ সেপ্টেম্বর রাত ৮ টা ২০ মিনিটে।
তিনি জানান, দ্যা পিয়ানো লাউঞ্জে সঙ্গীত পরিবেশন করে বেশ সাড়া পেয়েছেন তিনি। এদিকে কিছুদিন আগে প্রকাশিত হয়েছে ফাহমিদা নবীর নতুন আরো একটি গান ‘হেরে যাওয়ার গল্প’।
এছাড়াও তিনি নিজের ইউটিউব চ্যানেল ‘আনমোল প্রোজেক্ট’রও যাত্রা শুরু করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।