×

সারাদেশ

রাজশাহী মেডিকেলে করোনায় একদিনে ৬ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০১:০৫ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মারা গেছেন আরও ৬ জন। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ৬ জন। এর আগের দিন মৃত্যু হয় ৫ জনের।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন দুইজন এবং বাকি চারজনের মৃত্যু হয়েছে উপসর্গে। এদের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের তিনজন এবং বাকি একজন ছিলেন নওগাঁর।

এসময়ে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২৯। এদের মধ্যে ৪৭ জন করোনা পজেটিভ রোগী। বর্তমানে ২৪০ টি বেড প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীদের চিকিৎসার জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App