×

সারাদেশ

বোয়ালমারীতে জুটমিলে অগ্নিকাণ্ড, আহত ৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩ পিএম

বোয়ালমারীতে জুটমিলে অগ্নিকাণ্ড, আহত ৮

রবিবার দুপুর পৌনে একটার দিকে জনতা জুটমিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ছবি: ভোরের কাগজ

হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের জনতা জুট মিলে ১ নম্বর ইউনিটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জনতা জুটমিলটি আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান। জনতা জুট মিলের ডিজিএম সাইফুল আলম জানান, দুপুর পৌনে একটার দিকে মিলের ১ নং ইউনিটের গ্যাট্রিজ মেশিন গরম হয়ে পাশের রক্ষিত পাটের গর্দায় আগুন লেগে পুরো ইউনিটে ছড়িয়ে পড়ে। এ সময় ওই ইউনিটে শ্রমিকরা কাজ করছিলো। আগুন লাগার সাথে সাথে সকল শ্রমিক কর্মচারীই বেরিয়ে আসতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে মিলের ৭/৮ জন শ্রমিক আহত হয়েছে। তিনি আরও বলেন, ওই ইউনিটের মধ্যে প্রায় ৫০ হাজার মণ পাট এবং বিভিন্ন মেশিন আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। সংবাদ পেয়ে বোয়ালমারী, মধুখালী, সালথা, ফরিদপুর সদরসহ পাশ্ববর্তী উপজেলার ফায়ার সার্ভিসের মোট ৬ টি ইউনিট ৪ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের বিষয়ে বোয়ালমারীর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আব্দুর ছাত্তার মোল্লা জানান, খবর পেয়ে দ্রুত সেখানে দমকল বাহিনীর সদস্যরা ছুটে যায়। পরে আশেপাশের উপজেলা থেকে ফায়ার সাভির্সের মোট ৬টি ইউনিট এক যোগে আগুন নিয়ন্ত্রণে আনে। বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, জনতা জুটমিলে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং মিলের কর্মকর্তাদের সাথে কথা বলি। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App