×

জাতীয়

গাফলতি করলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০১:০৭ পিএম

গাফলতি করলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

রবিবার স্কুল কলেজ পরিদর্শন শেষে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়েও সচেতন থাকতে হবে। কোনোরকম গাফলতির প্রমাণ পেলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  একইভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের যারা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান তদারকির দায়িত্বে থাকবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আজিমপুর স্কুল অ‌্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। এসময় তিনি ক্লাসরুমে ময়লা পাওয়ার অভিযোগে আজিমপুর স্কুলের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেছেন। সেই সঙ্গে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদেরও বরখাস্ত করেন।

এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, স্কুলড্রেস নিয়ে শিক্ষার্থীদের চাপ দেওয়া যাবে না।

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি মনিটরিংয়ের জন্য প্রত্যেক জেলায় একটি কন্ট্রোল রুম করা হয়েছে। পরে এর নম্বরগুলো প্রচার করা হবে। যে কেউ এসব নম্বরে ফোন করে যদি জানান, যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনও রকম সমস্যা আছে; আমরা তা সমাধানে ব্যবস্থা নেবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App