×

রাজনীতি

আওয়ামী লীগে ঐক্যের ডাক বাহাউদ্দিন নাছিমের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৩ পিএম

আওয়ামী লীগে ঐক্যের ডাক বাহাউদ্দিন নাছিমের

রবিবার বীর মুক্তিযোদ্ধা মরহুম শাজাহান খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরনসভায় এ ঐক্যের ডাক দেন তিনি। ছবি: ভোরের কাগজ

দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের তিনদিন পর আওয়ামী লীগে এবার ঐক্যের ডাক দিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়নে আওয়ামী লীগের আদর্শ ধারণকারী সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো -এটাই হোক আমাদের শপথ। কারণ ঐক্যই আমাদের শক্তি। বঙ্গবন্ধুর আদর্শকে, আওয়ামী লীগের আদর্শকে আমাদের চেতনায় ধারণ করতে হবে, লালন করতে হবে।

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুরের রাজৈর ঈদগাহ ময়দানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম শাজাহান খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরনসভায় এ ঐক্যের ডাক দেন তিনি। রাজৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মতিন তালুকদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমিরউদ্দিন খানের সঞ্চালনায় স্মরণসভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, কালকিনি উপজেলার সভাপতি তাহমিনা সিদ্দিকি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ‘তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করো’। আজকের এই স্মরণসভায় দাঁড়িয়ে বলতে চাই, নেত্রীর নির্দেশ মেনে আমরা মাদারীপুরে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো। আওয়ামী লীগ তৃণমূলের শক্তিতে বলিয়ান। যারা জীবন দিয়ে সংগ্রাম করে আওয়ামী লীগকে আজকের এই জায়গায় এনেছেন তাদের প্রতি আমি সম্মান জানাই।

দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আপনারা সারা জীবন আওয়ামী লীগের উপর আস্থা রেখেছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের আদর্শ, আমাদের চেতনা। বঙ্গবন্ধু কন্যা আপনাদের পাশে আছেন। আমরা সেবক হিসেবে আপনাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। বঙ্গবন্ধু কন্যা নীতি-আদর্শে অবিচল থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন। নীতিহীন-আদর্শহীনদের বিরুদ্ধে জাতির পিতা সারাজীবন লড়াই করেছেন। আমাদের লড়াইও সেভাবেই চলবে। আমাদেরকে আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে। আজ ধর্মব্যবসায়ী নীতিহীন রাজনীতিবিদরা ধর্মের নামে অপরাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতিতে ব্যস্ত। তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App