×

জাতীয়

১১ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ০১:১৮ পিএম

১১ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১টি সংসদীয় আসন, ৮ উপজেলা, ১ পৌর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের ১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনের মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। দুই মনোনয়ন বোর্ডের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন- কুমিল্লা-৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন ডা. প্রাণ গোপাল দত্ত, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাট কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. সামসুল ইসলাম ভূঁইয়া, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন আফতাব উদ্দিন ভূঁইয়া।

কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. রাকিবুল হাসান শিবলী, নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. রাব্বানী জব্বার, মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন ভানু লাল রায়, চাঁদপুর শাহরাস্তি পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন নাছরিন জাহান চৌধুরী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন শুসেন চন্দ্র শীল।

এ ছাড়া রাজশাহী গোদাগাড়ী পৌরসভা উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. অয়েজ উদ্দিন বিশ্বাস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩নং ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. জিয়াউল হক।

দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা গত ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে জমা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App