×

ফুটবল

রোনালদো এলেন, জয় করলেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৮ পিএম

রোনালদো এলেন, জয় করলেন

অভিষেক ম্যাচেই জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোনালদো এলেন, জয় করলেন

নিউক্যাসলের বিপক্ষে আজ শনিবার ১১ সেপ্টেম্বর ম্যানইউর হয়ে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো

রোনালদো এলেন, জয় করলেন

গোল করার পর ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোনালদো এলেন, জয় করলেন

বল নিয়ে ছুটছেন রোনালদো

রোনালদো এলেন, জয় করলেন

ক্রিশ্চিয়ানো রোনালদো

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শনিবার নিউক্যাসলের বিপক্ষে ম্যানইউর হয়ে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জোড়া গোলের সুবাদে ৪-১ গোলে জয় পায় রেড ডেভিলরা। ম্যাচের ৪৫ মিনিটে প্রথম ও ৬২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি। রোনালদো ২০০৩ সালে যখন ম্যানইউতে যোগ দেন তখন ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে প্রথম গোল পেতে তাকে অপেক্ষা করতে হয়েছিল ১০ ম্যাচ। কিন্তু দ্বিতীয় দফায় অভিষেকে প্রথম ম্যাচেই গোল পেয়ে গেলেন তিনি। ম্যাচের ৮১ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। ৯২ মিনিটে জেসে লিঙ্গার্ড দলের হয়ে চতুর্থ গোল করেনে। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে ওঠে এসেছে ম্যানইউ। [caption id="attachment_306808" align="alignnone" width="1280"] বল নিয়ে ছুটছেন রোনালদো[/caption] নিউক্যাসলের বিপক্ষে খেলতে নেমে একটি রেকর্ডের মালিক হয়ে যান রোনালদো। সেটি হলো প্রিমিয়ার লিগের ইতিহাসে দীর্ঘ বিরতি দিয়ে ফের ম্যাচ খেলা। প্রিমিয়ার লিগে এ ম্যাচটির আগে রোনালদো সর্বশেষ ম্যাচ খেলেন ২০০৯ সালের মে মাসে আর্সেনালের বিপক্ষে। এরপর ১২ বছর ১১৮ দিন পর ফের প্রিমিয়ার লিগে খেললেন তিনি। রোনালদো তার ক্যারিয়ারে অনেক রেকর্ড গড়েছেন। কিন্তু তিনি এমন রেকর্ড গড়বেন তা তিনি কখনো হয়ত ভাবেননি। [caption id="attachment_306805" align="alignnone" width="1280"] নিউক্যাসলের বিপক্ষে আজ শনিবার ১১ সেপ্টেম্বর ম্যানইউর হয়ে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো[/caption] প্রিমিয়ার লিগে দিনের অপর ম্যাচে টটেনহ্যামকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। ম্যাচটিতে তারা খেলতে নামে পয়েন্ট টেবিলের ১১তম স্থানে থেকে। যেখানে সবাই ভেবেছিল টটেনহ্যামই সহজ জয় তুলে নেবে, সেখানে তারা বড় রকমের হোঁচট খেয়েছে। [caption id="attachment_306806" align="aligncenter" width="640"] গোল করার পর রোনালদোর উল্লাস[/caption] টটেনহ্যামকে এই ম্যাচটিতে হারানোর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর লন্ডনের ক্লাবটির বিপক্ষে জয়ের মুখ দেখেছে ক্রিস্টাল প্যালেস। সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারী মাসে ২-১ ব্যবধানে তারা টটেনহ্যামের বিপক্ষে জয় পেয়েছিল। এই সময়ের মধ্যে আরো ১২টি ম্যাচ খেলে একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি তারা। মাঝের সময়ে খেলা এই ১২টি ম্যাচের মধ্যে ক্রিস্টাল হারের স্বাদ পেয়েছে ১০টি ম্যাচে। আর বাকি দুটি ম্যাচ কোনভাবে ড্র করতে সমর্থ হয়েছিল। আর তাই দীর্ঘদিন ধরে টটেনহ্যামের বিপক্ষে একটি জয়ের খোঁজে ছিল ক্রিস্টাল প্যালেস। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তারা জয় তুলে নিতে সমর্থ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App