×

জাতীয়

জমির ‘দলিলের নকল’ ঘরে পৌঁছে দেবে মন্ত্রণালয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৭ পিএম

জমির ‘দলিলের নকল’ ঘরে পৌঁছে দেবে মন্ত্রণালয়

পর্চা, খতিয়ান, দলিলের নকল বা অনুলিপিসহ জমি সম্পর্কিত বিভিন্ন দলিলাদি ভূমিসেবা গ্রহীতাদের ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় ও ডাক বিভাগের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস ও ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন সমঝোতা স্মারকে সই করেন। ভূমি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সমঝোতার আওতায় ভূমি অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করে নাগরিকদের ঠিকানায় ডাকযোগে পৌঁছে দেবে ডাক বিভাগ।

প্রতিটি ডাকঘরের নিযুক্ত ব্যক্তি প্রতিদিন ভূমি অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করে নাগরিকদের ঠিকানা বরাবর ডাকে পাঠাবে। এ সেবার জন্য গ্রাহক অনলাইনে আবেদনের সময়েই অনুরোধ জানাতে পারবেন এবং খাম, প্রস্তুতি ও ডাকমাশুল বাবদ অতিরিক্ত সেবামূল্য পরিশোধ করবেন। সাম্প্রতিক সময়ে ভূমি সংক্রান্ত সেবা ডিজিটালাইজেশনের আওতায় ভূমি মন্ত্রণালয় বেশ কিছু সেবা পাওয়ার বিষয় সহজ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App