×

বিনোদন

‘সালমান শাহ তারকাদের তারকা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪১ পিএম

মৃত্যুবার্ষিকীতে স্মরণ করা হলো প্রয়াত নায়ক সালমান শাহকে। প্রিয় নায়ককে শ্রদ্ধা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ ভক্তদের মতো শোবিজ তারকারাও। শাকিব খান তার সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘শিল্পীর মৃত্যুর পর ধীরে ধীরে তার অনুসারিরা ভুলতে শুরু করেন। তবে ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ক্ষেত্রে সেটা একেবারে বিপরীত! অকালে চলে যাওয়ার ২৫ বছর পরও তার জনপ্রিয়তা আজও আকাশচুম্বী। ৯০-এর দশকে চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করেছিল। ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রের মানুষরাও তার স্মৃতিগুলো এখনও লালন করেন। তাই আমার কাছে সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ। তিনি বেঁচে থাকলে হয়তো চলচ্চিত্র মাধ্যমটি আরো বর্ণিল করতে পারতেন। শিল্পীর ভালো কাজের জন্য অনুপ্রেরণার প্রয়োজন হয়। অনুপ্রেরণা থেকে শিল্পীরা নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করেন।

সালমান শাহর অভিনয় দেখে, তার সিনেমা দেখে আমারও সেই অনুপ্রেরণা হতো! একটা প্রজন্মের কাছে আইডলে পরিণত হয়েছিলেন সালমান শাহ নামের সেই পরশ পাথর, যার ছোঁয়ায় বাংলা চলচ্চিত্রে বিপ্লব ঘটেছিল।’ এদিকে আরিফিন শুভ সালমান শাহ’র একটি ছবি পোস্ট করে তার অনুভূতি শেয়ার করে লেখেন, ‘এখনও তোমাকে মিস করি, আমার রাজা’। চিত্রনায়িকা জাহারা মিতু লেখেন, ‘সবার শেষটা যেখানে কেয়ামতে, ছেলেটার শুরুটাই হয়েছিল কেয়ামত থেকে কেয়ামত দিয়ে। তখনই মনে হয়েছিল বলি, তুমি আমার রয়েছ অন্তরে অন্তরে; তুমি সুজন সখি আমি। সেদিন ইচ্ছা হয়েছিল স্নেহভরা বিক্ষোভ করি তাকে নিয়ে। প্রেমযুদ্ধ শেষে নির্দিষ্ট দেনমোহর দিয়ে কন্যাদান হোক আমার।

তারপর স্বপ্নের ঠিকানায় আঞ্জুমান মঞ্জিলে আসা ভালোবাসা নিয়ে শুরু হোক আমাদের এই ঘর এই সংসার। স্বপ্নের পৃথিবীতে প্রিয়জন আমার শুধু তোমাকে চাই; তাই হোক আমাদের মহামিলন। প্রেম পিয়াসীর মতন চাওয়া থেকে পাওয়া শুরু করে আনন্দ অশ্রুর সঙ্গে সাজাই জীবন সংসার। তারপর একদিন হঠাৎ মায়ের অধিকার আদায় না করেই বুকের ভেতর আগুন রেখেই হলো তোমার প্রস্থান। বলা হয়নি শুধু তুমি আমার স্বপ্নের নায়ক। যারা বিশ্বাস করে তা অপঘাত তারা নিজেকে বার বার মিথ্যা সান্ত্বনা দেয় এই ভেবে যে, সত্যের মৃত্যু নেই, তাই বিচার হবে।’

অন্যদিকে নায়ক বাপ্পী চৌধুরী লেখেন, ‘সালমান শাহ; একটি ভরসার নাম, একটি দীর্ঘশ্বাসের নাম। ২৫টি বছর পেরিয়ে গেছে তিনি নেই। আসলেই কি নেই? তার স্টাইল, কথা-বার্তা, চলন, হাসি, রুচিবোধ সবকিছুতেই যেনো রাজত্বের ছাপ। প্রিয় মানুষ নিয়ে বেশি লেখা যায় না; শব্দগুলো দীর্ঘশ্বাসের মতন কেমন যেনো ভারী হয়ে আসছে। তবে এই মুহূর্তে একটি গানের কথা বেশ মনে পড়ছে, ‘ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App