×

সারাদেশ

পাখি মেরে রামেকের বৃক্ষ নিধনকারীদের বিচার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০১:২০ পিএম

পাখি মেরে রামেকের বৃক্ষ নিধনকারীদের বিচার দাবি

সোমবার রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষ নিধনকারীদের বিচার দাবি জানানো হয় অনুষ্ঠিত মানববন্ধনে।

শতাধিক পাখি মেরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বৃক্ষ নিধনকারীদের আইনের আওতায় এনে বিচার দাবি করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ দাবি জানান।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। সেভ দ্য ন্যাচারের চেয়ারম্যান মিজানুর রহমানের সঞ্চালনায় এ কর্মসূচিতে বক্তব্য দেন- ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা সভাপতি বীর মুক্তিযুদ্ধো শাহাজাহান আলী বরজাহান, জীব বৈচিত্র্য সংরক্ষণের আহবায়ক মাহফুজুর রহমান রাজ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসনে আলী পেয়ারা, পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস রাজশাহীর সমন্বয়ক আব্দুর রহিম, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়্যাশের সভাপতি শামীউল আলিম শাওন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শত শত পাখি হত্যা করে রামেক হাসপাতালের গাছ কাটার ঘটনা খুবই নিন্দনীয়। উন্নয়নের নামে জীব বৈচিত্র্য ধ্বংস করা যায় না। এ ঘটনার দায় এড়াতে পারে না পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা। জড়িতদের আইনের আওতায় এনে অবশ্যই বিচার করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App