×

সারাদেশ

হালদায় অভিযানে সাড়ে ৩ হাজার মিটার ঘেড়া জাল জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:১০ পিএম

হালদায় অভিযানে সাড়ে ৩ হাজার মিটার ঘেড়া জাল জব্দ

ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মধ্যরাতে অভিযান চালিয়ে দুই দিনে সাড়ে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টা থেকে ২টা পর্যন্ত এবং শনিবার রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়।

এদিকে অভিযানে জব্দ করা ৭টি জালের ৫টি গড়দুয়ারার বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ২টি নাপিতের ঘাট ও আমতুয়া এলাকা থেকে জব্দ করা হয়। জাল স্থাপনকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশ, আইডিএফ ও স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন, দুই দিনে হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ মিটার জাল জব্দ করা হয়েছে। গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অভিযানে অংশগ্রহণকারী গ্রাম পুলিশসহ গড়দুয়ারা'র সাধারণ জনগণ যারা তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, মা-মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় হালদায় নিয়মিত কঠোর অভিযান চলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App