×

খেলা

সেঞ্চুরি ম্যাচে সিরিজ জয়ে মরিয়া রিয়াদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৬ পিএম

সেঞ্চুরি ম্যাচে সিরিজ জয়ে মরিয়া রিয়াদ

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ড সিরিজেও বাংলাদেশের জয় রথ ছুটছেই। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাঁড়াতেই পারেনি কিউইরা। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত লড়াই করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল সফরকারীরা। কিন্তু টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ হাসি হেসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। কিউইরা হেরেছে ৪ রানে। আগামিকাল রবিবার (৫ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ম্যাচটি টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। সেই সঙ্গে বাংলাদেশের প্রথম ও বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০তম ম্যাচ খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। রবিবার সিরিজের তৃতীয় ম্যাচে টস করতে নামলেই এ মাইলফলক স্পর্শ করবেন তিনি। যদিও এই ম্যাচকে ঘিরে বাড়তি উন্মাদনা নেই মাহমুদউল্লাহর মধ্যে। সেঞ্চুরি ম্যাচে সিরিজি জয়ে মরিয়া তিনি।

২০০৭ সালে ১ সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে কুড়ি ওভরের ফরম্যাটে অভিষেক হয় রিয়াদের। তার অভিষেকের পর বাংলাদেশ খেলেছে ১০৮ ম্যাচ। যেখানে মাহমুদউল্লাহর ম্যাচ ৯৯টি। তার পরে মুশফিকুর রহিম ৮৮ ও সাকিব আল হাসান ৮৬ ম্যাচ খেলেছেন। মাহমুদউল্লাহ ছাড়াও বিশ্বের সাত ক্রিকেটারের ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সংক্ষিপ্ত ফরমেটে সবচেয়ে বেশি ১১৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে পাকিস্তানের শোয়েব মালিকের। এরপর পাকিস্তানের আরেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ খেলেছেন ১১৩ ম্যাচ। ভারতের রোহিত শর্মা ১১১ ম্যাচ খেলে তিন নম্বরে আছেন। ইংলিশ ব্যাটসম্যান ইয়ন মরগান ১০৭ ম্যাচ খেলেছেন। আইরিশ কেভিন ও’ব্রায়েন খেলেছেন ১০৩ ম্যাচ। মার্টিন গাপটিল ও রস টেইলর ১০২ ম্যাচ করে খেলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App