×

খেলা

রবিবার আরেকটি আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১০:১৪ পিএম

রবিবার আরেকটি আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ

শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে গোল করার পর লউতারো মার্টিনেজকে অভিনন্দন জানাতে ছুটে যান লিওনেল মেসি

রবিবার আরেকটি আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ

বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার মাঠে নামে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল খেলতে নামে চিলির বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনা খেলতে নামে ভেনেজুয়েলার বিপক্ষে। আর আগামী ৫ সেপ্টেম্বর  রবিবার একে-অপরের বিপক্ষে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে দুদল। কোপা আমেরিকার পর আরেকটি মহারণে নামতে যাচ্ছে তারা।

মহারণে নামার আগে নিজেদের শক্তির জানান দিয়েছে আর্জেন্টিনা। তারা ভেনেজুয়েলার বিপক্ষে পেয়েছে ৩-১ গোলের বড় ব্যবধানের জয়। অন্যদিকে চিলির বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। এর মাধ্যমে বাছাইয়ে টানা সাত ম্যাচের সবগুলোতে জয় পেয়েছে সেলেসাওরা।

ফলে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করল তিতের শিষ্যরা। তবে নিজেদের বেশ কয়েকজন সেরা খেলোয়াড়কে না পাওয়ায় ব্রাজিলকে বল দখল রাখতে কষ্ট হয়েছে। তবুও ব্রাজিলই শেষ হাসিটা হেসেছে। ম্যাচটির ৬১ ভাগ সময় বল নিজেদের দখলে রাখে চিলি। ব্রাজিল রাখে ৩৯ ভাগ।

অন্যদিকে ভেনেজুয়েলার বিপক্ষে দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা তাদের শক্তির জানান দিল। তারা ভেনেজুয়েলার বিপক্ষে ৭৩ ভাগ বল নিজেদের দখলে রেখেছে। অন্যদিকে ভেনেজুয়েলা মাত্র ২৭ ভাগ সময়ই বল নিজেদের দখলে রেখেছে।

কোপার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে তাই ব্রাজিলকে বড় প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে। নিজেদের বেশ কয়েকজন সেরা খেলোয়াড়কে ছাড়া কোপার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে তারা জয় তুলে নিতে পারে কিনা এটিই দেখার বিষয়।

এই ব্রাজিলের বিপক্ষে গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে খেলতে নামে আর্জেন্টিনা। ডি মারিয়ার একমাত্র গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতে নেন মেসিরা। এর মাধ্যমে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে প্রথম কোনো শিরোপা জয়ের স্বাদ পান সুপারস্টার লিওনেল মেসি।

আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ব্রাজিলই। তারা আর্জেন্টিনার বিপক্ষে জয় পেয়েছে ৪৫টি ম্যাচে। ড্র করেছে ২৫টি ম্যাচে। অন্যদিকে আর্জেন্টিনা জয় পেয়েছে ৪১টি ম্যাচে। তবে আর্জেন্টিনার বিপক্ষে খেলা শেষ দুটি ম্যাচে হেরেছে ব্রাজিল। ফলে আত্মবিশ্বাসের দিক দিয়ে এগিয়ে আছেন মেসিরা।

[caption id="attachment_305614" align="aligncenter" width="700"] বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার অপ্রতিরোধ্য ব্রাজিলের নেইমার চিলির বিপক্ষে বল নিয়ে ছুটে চলছেন[/caption]

অন্যদিকে ব্রাজিল আছে প্রতিশোধ নেয়ার অপেক্ষায়। ২০১৯ সালে তারা কোপা আমেরিকার শিরোপা জয় করেছিল। এ বছরও তারা আশায় ছিল শিরোপা অক্ষুণ্ন রাখবে। কোপায় শক্তিশালী দল নিয়ে শক্তিশালী অবস্থানেও ছিল তারা।

তবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে গিয়ে মাত্র একটি গোল হজম করে শিরোপা তাদের হাতছাড়া হয়ে যায়। ফলে এখন আর্জেন্টিনাকে অল্প কয়েক দিনের ব্যবধানে পেয়ে প্রতিশোধ নেয়ার সব চেষ্টাই চালাবে সেলেসাওরা। তবে যেহেতু বাছাইপর্বের এ অংশে তারা শক্তিশালী দলটি পাচ্ছে না, তাই প্রতিশোধ নেয়ার বিষয়টি সত্যিই সত্যিই কঠিন হয়ে যাবে।

বাছাইপর্বের তিনটি ম্যাচের জন্য প্রথমে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছিল ব্রাজিল। কিন্তু কঠোর করোনা বিধিনিষেধের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকাদের ছাড়েনি ক্লাবগুলো। ফলে তাদের ছাড়াই খেলতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

করোনায় ভ্রমণের লাল তালিকাভুক্ত দেশে জাতীয় দলের ম্যাচে খেলোয়াড় ছাড়বে না বলে জানিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। ফলে পূর্বে ডাকা সেখানে খেলা ৯ তারকাকে ছাড়াই খেলার সিদ্ধান্ত নিতে হয় তিতেকে।

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে খেলছেন গোলকিপার অ্যালিসন, মিডফিল্ডার ফাবিনিও ও ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো, ম্যানচেস্টার সিটিতে গোলকিপার এডেরসন ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জিসুস, ম্যানচেস্টার ইউনাইটেডে ফ্রেড এবং চেলসিতে ডিফেন্ডার থিয়াগো সিলভা ও এভারটনে ফরোয়ার্ড রিচার্লিসন।

তারা কেউই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে খেলতে না পারার কারণে ব্রাজিল কিছুট দুর্বল হয়ে পড়েছে। পেরুর বিপক্ষে ম্যাচটিতে এটি দেখা গেছে। পেরুর বিপক্ষে জয় পেলেও তাদের চেয়ে আক্রমণও কম করতে পেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে আর্জেন্টিনা যাদের নিয়ে কোপা আমেরিকার শিরোপা জয় করেছে তাদের নিয়েই বিশ্বকাপের বাছাইপর্বে খেলছে। আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কেও তাদের ক্লাব আটকাতে চেয়েছিল। তবে ক্লাবের অনুরোধ না শুনে দেশের দায়িত্ব পালন করতে চলে আসেন তারা। ফলে আর্জেন্টিনা শিবির এখন পূর্ণ শক্তির দল। ব্রাজিলের বিপক্ষে তাই আর্জেন্টিনাই এগিয়ে রয়েছে।

ব্রাজিল যেহেতু বাছাইপর্বে সাতটি ম্যাচের সবগুলোতে জয় তুলে নিয়েছে, তারা যদি এখন আর্জেন্টিনার বিপক্ষে হারে বা ড্র করে তাহলে বাছাইয়ে তাদের জয়ের রথ থামবে। আর্জেন্টিনা যদি ব্রাজিলের জয়ের রথ থামাতে পারে তাহলে লাভ হবে তাদেরই। কারণ তখন ব্রাজিলের পয়েন্টের কাছাকাছি চলে যেতে পারবে তারা। আর আর্জেন্টিনা এটি চাইবেই।

তাছাড়া ব্রাজিলকে হারাতে পারলে তাদের বিপক্ষে জয়ের ব্যবধানও কমিয়ে আনতে পারবে আর্জেন্টিনা। সব মিলিয়ে কোপা আমেরিকার পর এখন ব্রাজিলকে পরাস্ত করার সবচেয়ে বড় সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। তবে কে সুযোগ কাজে লাগাতে পারে তা দেখা যাবে ম্যাচে। আর এজন্য এখন অপেক্ষা করতে হবে ম্যাচ পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App