×

সারাদেশ

আটোয়ারীতে তিন একর জমির করলা গাছ কর্তন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩ পিএম

আটোয়ারীতে তিন একর জমির করলা গাছ কর্তন

বুধবার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সমস্ত করলা গাছের গোড়া কেটে ফেলে। ছবি: ভোরের কাগজ

পঞ্চগড়ের আটোয়ারীতে তিন একর জমির করলার গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় জমির মালিক আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রি করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবারা এলাকার জনৈক মো. তেজ্জাকারুল ইসলাম মির্জাপুর পাটশেরী এলাকায় ৩ একর জমি বর্গা নিয়ে করলার চাষাবাদ করেন। এর মধ্যে বুধবার গভীর রাতে কে বা কারা রাতের অন্ধকারে সমস্ত করলা গাছের গোড়া কেটে ফেলে।

এ ঘটনায় করলা চাষি মো. তেজাক্কারুল ইসলাম জানান, তিন একর জমিতে করলা চাষ করে প্রায় ৫-৬ লক্ষ টাকা বিক্রি করতে পারতাম। এমন সময় আমার এই গাছ কেটে ফেলার কারনে আমাকে সর্বশান্ত করে ফেলেছে দুর্বৃত্তরা।

আমি এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করেছি। আমি বিশ্বাস করি প্রশাসন বিষয়টি একটু খতিয়ে দেখলে যারা এই কাজের সাথে জড়িত তাদের বের করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন জানান, ক্ষতিগ্রস্থ ব্যাক্তি থানায় সাধারণ ডায়রি করেছে। আমি তদন্তের জন্য অফিসার পাঠিয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App