×

শিক্ষা

৭৪২ শিক্ষক কর্মচারী পেলেন কল্যাণ সুবিধার টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪২ পিএম

৭৪২ শিক্ষক কর্মচারী পেলেন কল্যাণ সুবিধার টাকা

ফাইল ছবি

‘মুজিববর্ষের প্রতিশ্রুতি-কল্যাণ সুবিধা দ্রুত নিষ্পত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ শিক্ষক কর্মচারীদের সর্বোচ্চ সেবাদান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৭৪২ জন শিক্ষক কর্মচারীদের জন্য কল্যাণ সুবিধা বাবদ ৩০ কোটি ৫ লাখ ৮০ হাজার ৪৯২ টাকা ছাড় করেছে।

বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের চাকুরি শেষে এই টাকা দেয়া হয়।

ইএফটির মাধ্যমে আগামী সোমবারের মধ্যেই উল্লেখিত শিক্ষক কর্মচারীদের স্ব স্ব ব্যাংক একাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে বলে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

শত সীমাবদ্ধতা ও সংকটের মধ্যেও করোনার মহাদুর্যোগের মধ্যে কাজ করার জন্য শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

করোনাকালে গত বছরের মার্চ মাস থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৪ হাজার ১শ জন শিক্ষক কর্মচারীকে ৬১০ কোটি ৬১ লক্ষ ৮৯ হাজার টাকা কল্যাণ সুবিধা দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App