×

জাতীয়

মেডিকেল ও নার্সিং কলেজ খুলছে ১৩ সেপ্টেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ০১:২৩ পিএম

মেডিকেল ও নার্সিং কলেজ খুলছে ১৩ সেপ্টেম্বর

ফাইল ছবি

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মেডিকেল ও নার্সিং কলেজের ক্লাস। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেলে ১ম, ২য় ও ৫ম বর্ষের স্বশরীরে  ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৩ সেপ্টেম্বর।  সকল ধরনের সুরক্ষা নিয়ে দেশের কয়েকশ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস খোলা হবে। এসময় সকলকে মাস্ক পড়তে হবে, সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। তবে পরিস্থিতি দেখে পর্যায়ক্রমে সকল কিছু খোলা হবে।

জাহিদ মালেক আরও বলেন, জাতীয় কারিগরি কমিটি, সচিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রিন্সিপালসহ সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে এসকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২ এপ্রিল দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর আর ক্লাস শুরু করা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App