×

খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৫ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে ঘাম ঝরান টাইগাররা

বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ বিকেলে মাঠে গড়াচ্ছে। বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ জয়ের সফলতা থাকলেও নেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের অভিজ্ঞতা।

১০টি টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের বিপক্ষে হারলেও আজ ১১তম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর সামনে জয়ের হাতছানি। ঘরের মাঠে টাইগাররা সব সময়ই ফেভারিট। বাঘা বাঘা দলকে হারানোর অভিজ্ঞতায় সমৃদ্ধ লাল-সবুজের প্রতিনিধিরা এবার টি-টোয়েন্টি সিরিজে কিউইদের দ্বিতীয় সারির দলের মোকাবিলা করছে।

বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড মূল দল না পাঠিয়ে দ্বিতীয় দল পাঠিয়েছে। অন্যদিকে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে এ সিরিজকে প্রস্তুতির জন্য মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন। টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ জিতে র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটানোর সুযোগের পূর্ণতা দিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে এক লাফে ১০ থেকে র‌্যাঙ্কিংয়ে পাঁচে পৌঁছে যাবে।

কিউই বধের মাধ্যমে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে মরিয়া। নিউজিল্যান্ড বধের যাবতীয় পরিকল্পনা আগেই সাজিয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজকের প্রথম ম্যাচে তা বাস্তবায়নের পালা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App