×

জাতীয়

একাদশ জাতীয় সংসদের ১৪ তম অধিবেশন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৩ পিএম

শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশন। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই কার্যপ্রণালী বিধির ১২(১) বিধি অনুসারে স্পিকার ৫ জন প্যানেল সভাপতি মনোনীত করেন তিনি। এর আগে, কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়। সেখানে স্পিকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী, চিফ হুইপ সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অগ্রবর্তিতা অনুসারে যিনি সংসদ অধিবেশন চলাকালীন সময়ে থাকবেন তিনি সভাপতির আসনে বসে সংসদ কার্যক্রম পরিচালনা করবেন। এর পরে স্পিকার সদ্য প্রয়ায় এমপি আরী আশরাফসহ বিশিষ্ঠজনদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্তাপিত হয়।

একাদশ জাতীয় সংসদের ১৪ তম অধিবেশনে যাদের প্যানেল সভাপতি করা হয়েছে তারা হলেন- সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য শামসুল হক টুকু, আব্দুল মমিন মন্ডল, বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ অ্যানি রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App