বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বুধবার মাঠে গড়াচ্ছে। এদিন প্রথম ম্যাচে আর কিছুক্ষণ পর মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর মুখোমুখি হবে টম লাথামরা। তাই টাইগারদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই দলপতি টম লাথাম।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ জয়ের সফলতা থাকলেও নেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের অভিজ্ঞতা। ১০টি টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের বিপক্ষে হারলেও আজ ১১তম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর সামনে জয়ের হাতছানি।
ঘরের মাঠে টাইগাররা সব সময়ই ফেভারিট। বাঘা বাঘা দলকে হারানোর অভিজ্ঞতায় সমৃদ্ধ লাল-সবুজের প্রতিনিধিরা। এবার টি-টোয়েন্টি সিরিজে কিউইদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা তা আর নতুন করে বলের কিছু নেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।