×

সারাদেশ

চন্দনাইশে শোক দিবসের অনুষ্ঠানে দু’পক্ষে সংঘর্ষ গুলি, আহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০১:৫২ এএম

চট্টগ্রামে  স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে গুলি ও মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে এ ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এরপর ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল আমিনসহ তিন থেকে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া বলেন,  সভায় দুই গ্রুপের মারামারির খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছে। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করেছে। কিন্তু গুলির বিষয়টি এখনও নিশ্চিত হতে পারিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, শোকসভায় ছাত্রলীগের নতুন কমিটির আহ্বায়ক বক্তব্য দিতে উঠলেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই গ্রুপে মারামারি শুরু হয়। সভা শেষ হওয়ার পর গুলিতে তিন থেকে চারজন আহত হন। দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহম্মদ জুনু বলেন, সন্ত্রাসীরা শোকসভার অনুষ্ঠান শেষ হওয়ার পর গুলি ছোঁড়েছে। এতে আমাদের তিন থেকে চারজন অনুসারী আহত হয়েছেন। সোমবার চন্দনাইশের হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোকসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সেই সভায় স্থানীয় এমপি নজরুল ইসলাম চৌধুরী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন চৌধুরীর অনুসারীরাও উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App