কাবুল ছাড়লো যুক্তরাষ্ট্র, বিমানবন্দরে তালেবান

আগের সংবাদ

জুতায় আটকে থাকা কাঁটা চামচ নিয়েই ব্যাট করলেন শোয়েব

পরের সংবাদ

রামেকে আগস্টে করোনায় ৩৫৪ জনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ , ১০:০৯ পূর্বাহ্ণ আপডেট: আগস্ট ৩১, ২০২১ , ১১:০৫ পূর্বাহ্ণ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আগস্ট মাসে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন।

সোমবার (৩০ আগস্ট) সকাল ৮ টা থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ৫ জন।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৫ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন দুই জন। আর দুই জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে।

এছাড়া একজন মারা গেছেন করোনা নেগেটিভ অবস্থায়। মৃতদের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার রয়েছেন একজন করে তিনজন।

এছাড়া বাকি দুইজন নাটোরের বাসিন্দা। সর্বশেষ একদিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ১৪ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৫৩। এদের মধ্যে ৭৪ জন করোনা পজেটিভ রোগী। রোগী কমে আসায় ৫১৩ টি থেকে কমানো হয়েছে বেড সংখ্যাও।

হাসপাতালটির করোনা ইউনিটে আগেরদিন ৪১৮টি বেড থাকলেও একদিনে আরো কমানো হয়েছে বেড সংখ্যা। বর্তমানে ২৮৬ টি বেড প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীদের চিকিৎসার জন্য।

এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী ভোরের কাগজকে বলেন, রোগী কমায় বেড কমিয়ে আনা হয়েছে। তবে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। রোগী বাড়লে আবারো চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধি করা হবে।

রি-এসআর/ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়