জুতায় আটকে থাকা কাঁটা চামচ নিয়েই ব্যাট করলেন শোয়েব

আগের সংবাদ

আজকের সংবাদপত্র পর্যালোচনা

পরের সংবাদ

জিনসে লাগিয়ে গলানো সোনার আস্তরণ পাচার!

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ , ১০:৩১ পূর্বাহ্ণ আপডেট: আগস্ট ৩১, ২০২১ , ১০:৩১ পূর্বাহ্ণ

বিমানবন্দরের লাউঞ্জে যুবককে অদ্ভুতভাবে হাঁটতে দেখেই সন্দেহ হয়েছিল এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তাদের। সঙ্গে সঙ্গে ওই যুবককে আটক করা হয়।

কিন্তু তল্লাশি চালিয়ে প্রথমে কিছুই পাওয়া যায়নি তার কাছ থেকে। তবুও খটকা রয়ে গিয়েছিল অফিসারদের মনে। এরপর ওই যুবকের জিনসের প্যান্টে তল্লাশি চালাতে গিয়ে ধরা পড়ে গেল সমস্ত জারিজুরি। খবর হিন্দুস্তান টাইমস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের জিনসের প্যান্টে গলানো সোনার আস্তরণ লেপে দেওয়া হয়েছিল। এর পরে সেখান থেকে ৩০২ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেন এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তারা। যার বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। এরপরেই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করা হয়।

এই ঘটনাটি ঘটেছে কেরালার কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তারা গোপন সূত্রে খবর পান যে, বিমানবন্দর দিয়ে সোনা পাচার করা হচ্ছে। সেইমতো তারা চারদিকে কড়া নজরদারি শুরু করেন। তখনই বিমানবন্দরে ভিতরে এক ব্যক্তির আচরণ দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের।

তদন্তকারীরা মনে করছেন, জিন্সের প্যান্টে সোনা নিয়ে যাওয়ার কৌশল অভিনব ঠিকই। তবে একেবারেই নতুন নয়। এই ধরনের একটি ঘটনা অমৃতসরের ঘটেছিল। সেখানেও ঠিক একই কায়দায় সোনা পাচারের চেষ্টা করেছিল এক অভিযুক্ত ব্যক্তি।

অবশ্য জিনসের বদলে অন্তর্বাসকে সোনা পাচারের মাধ্যম হিসাবে ব্যবহার করেছিল ওই অভিযুক্ত। অবশেষে প্রায় ৭৮ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারী কর্মকর্তারা।

ডি-ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়