পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গুলি করার নজির জিয়ার নেই: শেখ হাসিনা

আগের সংবাদ

দায়িত্বে অবহেলায় সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে বিচারের সুপারিশ

পরের সংবাদ

এলপিজি ১২ কেজি সিলিন্ডারের মূল্য এখন ১০৩৩ টাকা

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ , ১২:৫৫ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৩১, ২০২১ , ১:০২ অপরাহ্ণ

ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম আবারো পুনঃনির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে দাম পুননির্ধারণ করেছে।

আগামীকাল বুধবার থেকেই নতুন মূল্যহার কার্যকর হবে। তবে সরকারি পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য আগের মতই ৫৯১ টাকায় বহাল রাখা হয়েছে।

বিইআরসি সূত্র জানায়, ১২ কেজি এলপিজি’র নতুন মূল্য ভোক্তা পর্যায়ে ১ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য নির্ধারণের শুনানিকালে বিইআরসি চেয়ারম্যান বলেন, আমদানি মূল্য বেড়ে যাওয়ায় এলপিজির দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে আবারো দাম পুনঃনির্ধারণের মাধ্যমে সমন্বয় করা হবে।

আন্তর্জাতিক বাজার সাথে সমন্বয় করে আমরা প্রতি মাসেই মূল্য নির্ধারণ করি। অতীতে যখন আন্তর্জাতিক বাজারে দাম কমেছে তখন আমরাও দাম কমিয়ে ছিলাম।

উল্লেখ্য, সৌদি আরবের দামের ভিত্তিতেই এলপিজির দাম সমন্বয় করা হয়। প্রোপেন ও বিউটেনের প্রতি টন সৌদি সিপি গড়ে ৫৪০ দশমিক ৫০ মার্কিন ডলার ধরে হিসাব করা হয়। এর সঙ্গে সম্পর্কিত মুসক ও ডলারের বিপরীতে টাকার মান ধরে আনুপাতিক হারে পরিবর্তন করা হয়।

রি-ডিডিএম/ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়