×

সারাদেশ

তাড়াইলে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা, কিশোর আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ০৪:০৯ পিএম

কিশোরগঞ্জের তাড়াইলে শ্লীলতাহানির অভিযোগে মো. হানিফ মিয়া (১৪) নামে এক কিশোরকে আটক করেছে তাড়াইল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সেকান্দর নগর সাইলার গুচ্ছগ্রামের বাসিন্দা মো. আজিজুল হকের ছেলে মো.হানিফ মিয়া একই এলাকার এক যুবতীকে গত ২৪ আগস্ট বেলা ২টার দিকে হাত ধরে জোর করে টেনে হিছড়ে জনৈক হাবুল মিয়ার টিনের ঘরের পিছনে ফাঁকা জায়গায় নিয়ে অসৎ উদ্দেশ্যে যুবতীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় মেয়েটির ডাক চিৎকার করলে হানিফ মিয়া পালিয়ে যায়।

ওই ঘটনায় যুবতীর মা বাদী হয়ে রবিবার রাতে তাড়াইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ১০, ধারায় মামলা রুজু করার পর রাতেই অভিযুক্ত হানিফ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেকান্দর নগর গুচ্ছ গ্রামের এক যুবতীকে শ্লীতাহানীর অভিযোগে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা রুজু করার পর একই এলাকার অভিযুক্ত হানিফ মিয়াকে আটক করা হয়। সোমবার (৩০ আগস্ট) দুপুরে আসামিকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App